অনেক নাটকীয়তার পর বাংলাদেশ ভারত যৌথ চ্যাম্পিয়ন

ঢাকার মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারতকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

ঘটনাবহুল ও নাটকীয়তায় ভরপুর এ খেলায় ভারত অষ্টম মিনিটে শিবানী দেবীর গোলে এগিয়ে যায়। দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর ইনজুরি টাইমের শেষ মিনিটে বাংলাদেশ স্ট্রাইকার সাগরিকা খেলায় সমতা ফেরান (১-১)।

এরপর নিয়ম অনুযায়ী চলে টাই ব্রেকার। তাতেও গোল ব্যবধান ১১-১১। এরপর ম্যাচ রেফারি ডি সিলভা জয়াসুরিয়া দিলা বাইলজ ভুলে অকস্মাৎ টস দেন। এতে জয়ী হয় ভারত।

বাংলাদেশ এ সিদ্ধান্তে আপত্তি জানায়। শেষ পর্যন্ত ম্যাচ রেফারি সিদ্ধান্ত বদলান। রেফারিরা আবার টাইব্রেকারের উদ্যোগ নেন। কিন্তু ভারতীয় দল আসেনি।

নিয়মানুযায়ী ৩০ মিনিট অপেক্ষার পর স্বাগতিকদের জয়ী ঘোষণার নিয়ম থাকলেও তা হয়নি। এ নিয়ে দুই ঘণ্টার অচলাবস্থা শেষে রাত সাড়ে ১০টার দিকে সাফ কর্তৃপক্ষের হস্তক্ষেপে উভয় পক্ষকে চ্যাম্পিয়ন ঘোষণা করে রক্ষা মেলে।

সব মিলিয়ে খেলাটি শুরু থেকে শেষ হতে ৫ ঘন্টা সময় নেই এর মধ্যে আবার নতুন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনও এদিন মাঠে ছিলেন।