বিপিএল

বিপিএল ২০২৪: বরিশাল কুমিল্লা ফাইনাল

ঢাকা: ফরচুন বরিশাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর আগেই ফাইনাল নিশ্চিত করে। ১ মার্চ মিরপুরের হোম অব ক্রিকেটে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে।

এটি ফরচুন বরিশালের দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা। এর আগে ২০২২ সালে ফাইনালে উঠেছিল দলটি। সেবারও ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সে ফাইনালে ১ রানে জিতেছিল কুমিল্লা। সে হিসেবে এবারের ফাইনাল হবে বরিশালের জন্য প্রতিশোধ পালা।

তামিম ইকবালের দল বরিশাল আজ বুধবার মিরপুরে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে নয় বল হাতে রেখেই ৬ উইকেটে হারায়। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে রংপুর। তারপরও দলটি শামিম হোসেন পাটোয়ারির (২৪ বলে অপরাজিত ৫৯) ঝড়ো ইনিংসে ৭ উইকেটে ১৪৯ রান তুলতে সক্ষম হয় ।

জবাবে ১৮.৩ ওভারেই জয় তুলে নেয় তামিম বাহিনী। দলের জয়ে বড় অবদান রাখেন মুশফিকুর রহিম। তিনি ৩৮ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন জয়ের সময়। বরিশালের জয়ে আরো চার ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌছান।

দৃশ্যত এটাকে তামিম ও সাকিবের দ্বৈরথ হিসেবেই দেখা হয়েছিল। এতে জয় পান তামিম। যদিও দুজনের কেউই খেলাটিতে নৈপুণ্য দেখাতে পারেননি। সাকিব ব্যাট হাতে চার বল খেলে কেবল এক রান করেই বিদায় নেন। আবার বল হাতেও দেড় ওভার করে ১৭ রান দেন। কিন্তু কোন উইকেট পাননি। সে তুলনায় তামিম ব্যাট হাতে ১০ রান করতে সক্ষম হন।

বরিশালের দলটি প্লে-অফে কঠিন পরীক্ষা দিয়েই ফাইনালের টিকেট কাটে। প্রথম কোয়ালিফায়ারে দলটি হারিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। তারপর এলো বুধবারের জয়টি।

রংপুর গ্রুপপর্বে পয়েন্ট টেবিলে সবার ওপরে ছিল। কিন্তু আসল সময়ে এসে সাকিবের দল টানা তিন ম্যাচ হেরে বিদায় নিল। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরেছিল রংপুর। এরপর প্রথম কোয়ালিফায়ারেও একই প্রতিপক্ষের কাছে হার এড়াতে পারেনি। হারের বৃত্তে ঘুরপাক খেয়েই তৃতীয়টিতে ধরাশায়ী হলো বরিশালের কাছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন। দলটি গত মঙ্গলবার রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়ে বিপিএলের ফাইনালে উঠে আসে। জিমি নিশামের বিধ্বংসী ৯৭* রানে রংপুর ১৮৬ রানের লক্ষ্য দিয়েছিল কুমিল্লাকে। কিন্তু জবাবি পালায় তাওহিদ হৃদয় ও লিটন দাসের ১৪৩ রানের দুর্দান্ত এক জুটি টানা তৃতীয়বারের মতো বিপিএলের ফাইনালে তুলে দেয় কুমিল্লাকে।

কোচ সালাউদ্দিনের দলের এবারের লক্ষ্য পঞ্চমবারের মতো শিরোপা জয়।