মাশরাফি, সাকিব যুব ও ক্রীড়ার সংসদীয় কমিটিতে

দেশের ক্রীড়াঙ্গনের দুই সুপারস্টার মাশরাফী বিন মোর্তজা ও সাকিব আল হাসানকে দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। মাশরাফি দ্বিতীয়বারের মতো এবং সাকিব প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুবাদে এই কমিটিতে ঠাই পেলেন।

এই কমিটির সভাপতি হলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কমিটিতে সদস্য হিসেবে আছেন সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের নাজমুল হাসান, শফিকুল ইসলাম, মাইনুল হোসেন খান, আব্দুস সালাম মুর্শেদী, সোলায়মান সেলিম ও মহিউদ্দীন মহারাজ।

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গাজীপুর-২ আসনের সংসদ সদস্য। তিনি এর আগে দুই বার ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন। দুই বার সভাপতির দায়িত্ব পালনের পর ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন তিনি। এবার মন্ত্রীত্ব না পেলেও পুরোনো দায়িত্ব পেলেন জাহিদ আহসান রাসেল।

সোমবার (৫ ফেব্রুয়ারি, ২০২৪) জাতীয় সংসদের অধিবেশনে ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়।