শেষ ষোলয় আর্জেন্টিনার বিপক্ষ অস্ট্রেলিয়া

লিওনেল মেসির আর্জেন্টিনা ২-০ গোলে পোল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় রাউন্ড তথা শেষ ষোলয় প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে অস্ট্রেলিয়াকে। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাতে পোলিশদের বিরুদ্ধে জয়টির সুবাদে মেসিরা গ্রুপ সির শীর্ষ দল হিসেবে প্রথম রাউন্ড শেষ করে।

ফিফার সূচি অনুসারে দ্বিতীয় রাউন্ডে গ্রুপ সি ও গ্রুপ ডি‘র দল চারটি মুখোমুখি হবে। সি গ্রুপে আর্জেন্টিনার কাছে শেষ খেলায় হারলেও পোল্যান্ড রানার্স আপ হিসেবে খেলা শেষ করেছে। এমনকি মেক্সিকোর সাথে পয়েন্টে সমান হলেও রবার্ট লেভানডোভস্কির পোল্যান্ড শ্রেয়তর গোলব্যবধানে উপরে উঠে আসে।

সূচি অনুযায়ী, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার খেলাটি হবে ৩ ডিসেম্বর, শনিবার। কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে হবে খেলাটি। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মেসিদের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। অপরদিকে রানার্স আপ হিসেবে পোল্যান্ড বিপক্ষ হিসেবে পেয়েছে গ্রুপ ডির শীর্ষ দল ও বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে। ৪ ডিসেম্বর রবিবার কাতারের আল থুমামা স্টেডিয়ামে হবে দুদলের  এ খেলাটি। বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে উভয় দল।

এখানে উল্লেখ্য নিজেদের প্রথম খেলায় সৌদি আরবের কাছে হেরে সমর্থকদের স্নায়ুর চাপে ভোগালেও মেসি বাহিনী দ্বিতীয় খেলায় মেক্সিকোর বিরুদ্ধে ঘুরে দাড়ায়। এরপর শিরোপা প্রত্যাশি হিসেবেই ভাল খেলা উপহার দিচ্ছে। পোল্যান্ডের বিরুদ্ধেও তারা দাপটের সাথে খেলেই জয় তুলে নেয়।

মেসি এদিন কোন গোল পাননি। বরং প্রথমার্ধে পেনাল্টি নষ্ট করেন। এরপর দ্বিতীয়ার্ধে অ্যালেক্সিস ম্যাক আলিস্টার ও জুলিয়ান আলভারেস গোলদুটি করেন। মেসি গোলের দেখা না পেলেও এদিন ভাল খেলেন। অপরদিকে পোলিশরা অতিমাত্রায় রক্ষণাত্নক খেললেও শেষ রক্ষা হয়নি।