মৌসুম শেষে যুক্তরাষ্ট্রে খেলতে যাবেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনাকে দুর্দান্তভাবে ফিরিয়ে এনে ব্যাপক বন্দনায় ভাসছেন সুপারস্টার লিওনেল মেসি। এর মধ্যেই ইংলিশ মিডিয়ায় খবর বেরিয়েছে বিশ্বকাপের পরই তিনি যুক্তরাষ্ট্রের ফুটবল দল ইন্টার মিয়ামির সাথে খেলার জন্য চুক্তি করবেন।

লন্ডনের দ্য টাইমস পত্রিকা এ খবর দেয়। পত্রিকাটি লেখে বিশ্বকাপের পরপর চুক্তি হলে মেসিকে মেজর লিগ সকার (এমএলএস) নামের এই প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে ইউরোপিয়ান মৌসুম শেষ হবার পর।

লিওনেল মেসির সাথে তার বর্তমান ক্লাব প্যারি সেন জার্মেইর চুক্তিও এবারের মৌসুমের সাথেই শেষ হয়ে যাবে। যদিও চাইলে তিনি ফরাসি ক্লাবটির সাথে এ চুক্তির মেয়াদ আরো এক মৌসুমের জন্য বাড়াতে পারেন।

মেসি সেটা করতে না চাইলে জানুয়ারীতে মুক্ত খেলোয়াড়ে পরিণত হবেন। তখন চাইলেই নতুন যে কোন ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হতে পারবেন। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে গেলে তিনি হবেন এমএলএস এর ইতিহাসে সবচাইতে বেশি বেতন পাওয়া ফুটবলার।

ধারণা করা হচ্ছে ইন্টার মিয়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে চলেছেন। কাতার বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক বেকহ্যাম। একই সাথে তার ভাল সম্পর্ক আছে পিএসজির কাতারি মালিকদের পাশাপাশি আর্জেন্টাইন সুপারস্টার মেসির সাথে।