শ্রীলংকা সিরিজের জন্য দল ঘোষণা

শ্রীলংকা সিরিজেরঢাকা: বছরের প্রথম সিরিজে শ্রীলংকার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। সেজন্য বিপিএল চলাকালেই শ্রীলংকা সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যাতে সাম্প্রতিক পারফর্মেন্সের জন্য ফিরেছেন মাহমুদুল্লা রিয়াদ।

দুই টেস্ট, তিন  ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১ মার্চ বাংলাদেশে আসবে শ্রীলংকা। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলংকার সিরিজ তিনটি । সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ৪, ৬ এবং ৯ মার্চ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ১৩, ১৫ ও ১৮ মার্চ।
এ দুটি সিরিজের জন্যই দল ঘোষণা করেছে স্বাগতিকরা। এর আগেই সাকিব আল হাসানের বদলে বাংলাদেশ ক্রিকেট দলকে সব ফরম্যাটে নেতৃত্ব দেয়ার জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়কের দায়িত্ব দেয় বিসিবি।

রিয়াদের দলে ফেরার ক্ষেত্রে ধারণা করা হয় গেল বছর ভারতে অনুষ্ঠিত  ওয়ানডে বিশ্বকাপে এবং বিপিএল এ তার দুর্দান্ত পারফরমেন্স অবদান রেখেছে। পাশাপাশি একমাত্র নতুন মুখ হিসেবে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অফ-স্পিনার আলিস আল ইসলাম।

টি-টোয়েন্টি দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, মাহমুদুল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আলিস আল ইসলাম।
ওয়ানডে দল (প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।