ম্যারাথনে বিশ্ব রেকর্ড এখন কেলভিনের

কেনিয়ার কেলভিন কিপটাম পুরুষদের ম্যারাথনের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের শিকাগোয় স্বদেশী এলিউড কিপচোগের আগের বিশ্ব রেকর্ড থেকে ৩০ সেকেন্ড ছেটে দিয়ে নতুন নজির গড়েন তিনি।

কেলভিন সময় নেন ২ ঘন্টা ৩৫ সেকেন্ড। জয়ের পর ২৩ বছর বয়সী এই ধরবিদ ম্যারাথনার বলেন, আমি খুবই আনন্দিত বোধ করছি আজ যদিও বিশ্ব রেকর্ড গড়া আমার মাথায় ছিল না। ইচ্ছগের আগের রেকর্ডটি ছিল ২ ঘন্টা ১ মিনিট ৯ সেকেন্ডের। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে বার্লিনে রেকর্ড গড়েছিলেন।

নারীদের ম্যারাথনে ইতিহাসের সেরা দ্বিতীয় দ্রুততায় দৌড়ে শিকাগোয় জয় তুলে নেন ডাচ শিফান হাসান। তিনি সময় নিন দুই ঘন্টা ১৩ মিনিট ৪৪ সেকেন্ড। তার সামনে আছেন কেবল ইথিওপিয়ার টিগস্ট আসেফা। তিনি গত মাসে বার্লিনে ২ ঘন্টা ১১ মিনিট ৫৩ সেকেন্ডে দৌড়িয়ে আছেন নারী ম্যারাথনারদের মধ্যে সবার উপরে।