জোকোভিচের বিদায়

টানা রাজত্বের অবসান হলো টেনিস সুপারস্টার নোভাক জোকোভিচের।

২০১৮ সালের পর এই প্রথম তিনি অস্ট্রেলিয়ান ওপেনে হারলেন। তাকে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামটির ফাইনালে পৌঁছালেন চতুর্থ বাছাই জেনিক সিনার।

ইতালির খেলোয়াড়টি এই প্রথম কোন গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন। রবিবার এ ফাইনাল অনুষ্ঠিত হবে। তাতে ২২ বছরের সিনার তৃতীয় বাছাই রাশিয়ার ড্যানিল মেদভেদেব ও ষষ্ঠ বাছাই জার্মানির আলেকজান্ডার জভেরেভের মধ্যকার বিজয়ীর বিরুদ্ধে খেলবেন।

বর্তমানে ৩৬ বছর বয়সী সার্বিয় জোকোভিচ ৬-১, ৬-২, ৬-৭ (৬-৮) ও ৬-৩ গেমে সিনার এর কাছে পরাজিত হন। এ বিদায়ে অজি ওপেনে রেকর্ড বাড়ানো ১১তম শিরোপা জেতা হলো না তার।

এবারের আসরটি জিতলে সবমিলিয়ে জোকোভিচের গ্র্যান্ড স্ল্যাম শিরোপা হতো ২৫টি। সে ক্ষেত্রে মার্গারেট কোর্টের সর্বাধিক গ্ৰ্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছাড়িয়ে যেতে পারতেন তিনি।